নিজস্ব প্রতিবেদক,
ই’রানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ যেকোনো ধরনের হু’মকি মোকাবেলার ক্ষেত্রে উন্নত অ’স্ত্র ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে একথা বলেছেন। জেনারেল হাতামি বলেন, আগ্রাসীদের বি’রুদ্ধে সময়মতো জবাব দেয়ার জন্য যে ধরনের ক্ষমতা ও ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন, ই’রানের তা সবই আছে। তিনি বলেন, যে কোনো ধরনের হু’মকি মোকাবেলার জন্য ই’রান সেই পর্যায়ের উন্নত অ’স্ত্র ব্যবহার করবে।

জেনারেল হাতামি বলেন, অভ্যন্তরীণ চাহিদার কথা মা’থায় রেখেই ই’রান সাম’রিক সরঞ্জামাদির নকশা প্রণয়ন করেছে এবং সেভাবে এসব অ’স্ত্র ও সরঞ্জামাদি উৎপাদন করা হয়েছে।ই’রাকে অবস্থিত আ’মেরিকার দুটি সাম’রিক ঘাঁটিতে ই’রানের ইস’লামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হা’মলা চালিয়েছে সে স’ম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, এটি ছিল ই’রানের পক্ষ থেকে আ’মেরিকার মুখে দেয়া কঠোর থাপ্পড়।

তিনি বলেন, এটি ছিল যেমন সময়মতো, তেমনি উন্নত এবং নিখুঁত ক্ষেপণাস্ত্র একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আ’ঘাত হেনেছে। ই’রানের পক্ষ থেকে আ’মেরিকার গালে দেয়া এই থাপ্পড় ইতিহাসে স্থান করে নেবে বলে তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here