নিউজ ডেস্ক,
ছবির এই নববধূর নাম ইয়াশরিকা জাহরা হক (৩৪)। বাবার নাম ইয়ামিন হক, মায়ের নাম ইয়াসমিন হক। ইয়াশরিকা জাহরা হক ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে। তারপর ইলিনয়েসের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছে। বর্তমানে ম্যানহাটনের Fenwick & West ল’ ফার্মে এসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করছে। জাতিগতভাবে বাঙালি ইয়াশরিকা হক বিয়ে করে মার্কিন যুবতী এলিকা রুথ কুকলিকে (৩১)। ইয়াশরিকা হকের পরনে ছিল লাল টুকটুকে বেনারসি। অর্নামেন্টস পয়েন্টে নানন্দিক সোনার গহনা। দু’হাতের কনুই থেকে হাতের তালু পর্যন্ত মেহেদির আলপনা। ব্রুকলিনের ২৪০ কেন্ট এভিনিউ’র “The W LOFT” ওয়েডিং ভেন্যুতে সাউথ এশিয়ান রিচুয়াল ফলো করে মহা ধুমধামে ইয়াশরিকা– এলিকা দুই লেসবিয়ানের বিয়ে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক টাইমসে এই দুই লেসবিয়ানের বিয়ে নিয়ে একটি বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমসে উল্লেখ করা ছিল, এই বিয়েতে আনুমানিক হাফ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল।
এলিকা রুথের পরনে ছিল অফ হোয়াইট কালার শেরওয়ানি, লাল পাজামা। দু’হাতে মেহেদির নকশা। গলায় মুক্তার মালা। এলিকা পেশাগতভাবে একজন অডিওলজিস্ট। লেসবিয়ান গে ট্রান্সজেন্ডার বিশ্বের বিভিন্ন দেশে গা সওয়া বিষয় হয়ে গেছে। তবে ভাবলে কষ্ট হয় বাঙালি বাবা মা’র সন্তানরা যখন গে/লেসবিয়ান হয়ে ওঠে। কষ্ট হয় সেইসব বাবা মা’র জন্য—যাদের কন্যা নববধূ সেজে একজন পুরুষকে বিয়ে করার পরিবর্তে সমলিঙ্গের সাথে বিয়ের পিঁড়িতে বসে। প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে গে/লেসবিয়ানদের বিয়েকে প্রচন্ড ঘৃণা করি।
সুত্র: NewYork _ time’s