প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে। কলকাতা এশিয়াটিক সোসাইটি এই পুরস্কার প্রদান করে।

কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ ভারতের রাজধানীর হোটেল তাজমহলে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চৌধুরী।

‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেয় কলকাতা এশিয়াটিক সোসাইটি। নয়াদিল্লি, ভারত। ছবি: পিআইডি‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেয় কলকাতা এশিয়াটিক সোসাইটি। নয়াদিল্লি, ভারত। ছবি: পিআইডিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে। কলকাতা এশিয়াটিক সোসাইটি এই পুরস্কার প্রদান করে।

কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ ভারতের রাজধানীর হোটেল তাজমহলে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চৌধুরী।

এর আগে অন্যান্যের মধ্যে বিশিষ্ট আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও প্রখ্যাত অর্থনীতিক অমর্ত্য সেনকে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করা হয়। সম্মাননাপত্রে বলা হয়, ‘এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য “ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮” প্রদান করে তাঁকে সম্মান জানাচ্ছে।’

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশবাসীর প্রতি উৎসর্গ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ, তারা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় এনেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here