চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্যারিয়ার এডভাইস সেন্টারের উদ্যোগে এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় সোম ও মঙ্গলবার (২০-২১ জানুয়ারি) ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্ত এ আয়োজনে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন, উন্নত বিশ্বে ভিসা পাওয়ার সহজ পদ্ধতি, কঠিন প্রতিযোগিতার মধ্যেও চাকুরি লাভের কৌশলসহ ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিভাগের সভাপতি মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রশিক্ষণ দিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সিনিয়র লেকচারার আশিক মাহমুদ আদনান। বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস পরিচালিত ওয়ার্কশপে আরও বক্তব্য রাখেন ডয়েচে ভেলে একাডেমির বাংলাদেশ কনসালটেন্ট লুৎফা আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া ও প্রভাষক মাহমুদুল হক রাহাত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here