নিউজ ডেস্ক,
ফ্রিজে রাখা মুরগি না পেয়ে ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাঁকাসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগ এসেছে ঢাকা মেডিকেলের একজন নার্সের বিরুদ্ধে।

দিলওয়ারা বেগম নামের ওই নার্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। নির্যাতিত শিশুটি এখন সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় দিলওয়ারা বেগমের স্বামী রাজীবকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। দিলওয়ারা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন।

ওই শিশু গৃহকর্মীর খালা সাংবাদিকদের জানান, সপ্তাহখানেক আগে দিলওয়ারার বাবা গ্রাম থেকে দুটি মুরগি নিয়ে আসেন। তার একটি তারা রান্না করে খান এবং অন্যটি বাসার ফ্রিজে রেখে দেন।

“শুক্রবার মুরগিটি না পেয়ে চুরির অভিযোগ এনে স্বামীর সহায়তায় দিলওয়ারা মেয়েটিকে বিভিন্নভাবে নির্যাতন চালায়। তার দুই পায়ের উরুতে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয় ও মারধর করে।

এই ঘটনা জানার পর থানায় অভিযোগ করলে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here