আরো উন্নত সেবা প্রদানের প্রত্যয়ে মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রাম, নিয়ে এসেছে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন। গত শুক্রবার হাসাপাতালে রোগীর পরীক্ষামূলক সিটি স্ক্যান করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।  তারা  সন্তোষ প্রকাশ করে বলেন, উক্ত সিটি স্ক্যান রিপোর্টের ইমেজ কোয়ালিটি অন্যান্য সিটি স্ক্যান এর চেয়ে অনেক উন্নত, যা সঠিক ও দ্রুত রোগ নিরুপনে এবং জরুরী মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য খুবই উপযোগী।

মেডিকেল সেন্টার হাসাপাতালের সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করেন- ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মনিরুজ্জামান। তিনি বলেন, আমরা জার্মানীর বিখ্যাত সিমেন্স কোম্পানীর সবচেয়ে উন্নত মানের মেশিন সংগ্রহ করেছি এবং আরো উন্নত সেবা প্রদানের জন্য আমরা প্রয়োজনে যে কোন উন্নত যন্ত্রপাতি স্থাপন করবো। তিনি আরো বলেন, শুধু উন্নত মানের যন্ত্রপাতি থাকলেই ভালো সেবা দেয়া যায় না। আমাদের প্রত্যেকেরই যার যার নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সেবা প্রদানের মানসিকতা থাকতে হবে।  তবেই আমাদের সেবা প্রদান সার্থক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ এর সভাপতি ডাঃ মুজিবুল হক খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের ডিজি ডাঃ মোহাম্মদ শরীফ। এতে আরো উপস্থিত ছিলেন  ডাঃ মাসুদ আহমেদ, ডাঃ রবিউল করিম, ডাঃ নুর হোসেন ভুঁইয়া শাহিন, ডাঃ মিজানুর রহমান মিজান, ডাঃ প্রনয় দত্ত, ডাঃ আনোয়ারুল কিবরিয়া, ডাঃ শাহেদ ইকবাল, ডাঃ মিজানুর রহমান চৌধুরী, ডাঃ রজত বড়ুয়া, ডাঃ দীপিকা দে প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here