নিউজ ডেস্ক,
রাজধানীর ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল জলিল (৩৮) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের বাসিন্দা; গাজীপুরে ওষুধের ব্যবসা করতেন।
মঙ্গলবার ভোর ৩টার দিকে ফকিরাপুল মোড়ে এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢামেক হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মটরসাইকেল নিয়ে মতিঝিলের দিকে যাচ্ছিলেন জলিল। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।