ব্লুটুথ এর ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসছে নতুন ব্লুটুথ এল.ই টেকনোলজি

নতুন প্রজন্মের ব্লুটুথ টেকনোলজি তার ২০ বছরের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। যা সমসাময়িক অন্যান্য প্রযুক্তিকে আবার পেছনে ফেলতে সক্ষম হবে বলে ধারনা করছেন ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড নির্ধারক গন। নতুন এই টেকনোলজির নাম এল.ই (লো-এনার্জি) যা বর্তমান ব্লুটুথ ক্লাসিক টেকনোলজি এর উন্নত সংস্করণ।

নতুন এল.ই টেকনোলজি এর সবচেয়ে আকর্ষনীয় ফিচার হলো উন্নত মানের অডিও ও এর বর্ধিত সুবিধা। এতে অডিও এর জন্য আরো বর্ধিত ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে। ফলে এর মধ্য থেকে আরো বেশী অডিও ফ্রেকুয়েন্সি রেসপন্স আসবে যা আমরা সাধারণ যে সকল হেডসেট ব্যবহার করে থাকি তারচেয়ে অনেক নিখুত। তাই স্টুডিও অডিও মনিটরিং এর মতো বিশেষ কাজে এর ব্যবহার হবে।

এই টেকনোলজি তে একই অডিও সোর্স থেকে এক সাথে অনেকে আলাদা আলাদা ব্লুটুথ রিসিভার বা হেডসেট দিয়ে গান শুনতে পারবে। এই টেকনোলজি অডিও ব্রডকাস্ট করতে পারবে যাতে কোন হল বা গ্যালারীতে উপস্থিত ব্যাবহারকারীরা সংযুক্ত হতে পারবে। এটি অনেকটা অ্যাপলের মিউজিক শেয়ারিং এর মতো। এর আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার হলো এটি হেয়ারিং এইড এর আরো উন্নতি সাধন করবে। তাছাড়া এর ডিভাইস গুলো খুবি কম পাওয়ার খরচ করবে এবং দীর্ঘ সময় ধরে একটানা চলতে সক্ষম হবে।

তবে পুরাতন ব্লুটুথ ক্লাসিক এর ব্যবহারকারীদের জন্য কোন সুখবর নেই। কারণ আগের ব্লুটুথ আপডেট করা যাবেনা। নতুন এই টেকনোলজি নিয়ে যে সকল ডিভাইস বাজারে আসবে সেগুলো কিনতে হবে। এবং এজন্য আলাদা ব্লুটুথ এল.ই এর হেডসেট কিনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here