এম. জাফরান আদনান
যে ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাঁশখালী ঐক্যবদ্ধ নামক সংগঠনটি তাদের আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা করেছে।
৪ দফা দাবীগুলো হল:
১. বাঁশখালীতে গুরুত্বপূর্ণ পয়েন্টে এস আলম, সানলাইনের ৪ টি কাউন্টার স্থাপন করতে হবে, অবশ্যই ন্যায্য ভাড়ার ভিত্তিতে।
২. বাঁশখালী রুটে পরিবহন সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানকে তাদের কাউন্টার ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখতে হবে।
৩. ধর্মিয় উৎসবের দিন সমুহে, বিশেষ দিনে কৃত্রিম সংকট সৃষ্টি করে ইচ্ছেমাফিক ভাড়া আদায় করা বন্ধ করতে হবে।সেই সময়ে ন্যায্য ভাড়ায় যানবাহন চলাচল নিশ্চিত করতে হবে।
৪. সকল কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীদের বসার সুব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করতে হবে।