January 2, 2020

নিউজ ডেস্ক: ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শুরুতে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ও একজনের অবৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল ইসলামের বিষয়ে তিনি বলেন, ‘আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।’

আতিক ও তাবিথ ছাড়া উত্তর সিটিতে মেয়র পদে যাদের মনোনয়ন বৈধ, তারা হলেন- সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here