জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়ার দাখিল পরীক্ষায় (জেডিসি) এ বছর পাসের হার ৮৭.৯০ শতাংশ। এই পাসের হার গত বছরের তুলনায় ২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।
এছাড়া এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড ও মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। গতবারের চেয়ে এ সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এসব তথ্য জানান।