শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানিয়েছেন, মেধাবী শিক্ষার্থীদের বিনাসুদে ঋণ দেবার কথা ভাবছে সরকার। যাতে অর্থাভাবে কোনো শিক্ষার্থীর লেখা পড়ায় বিঘ্ন না ঘটে।

রোববার নরসিংদী ড্রিম হলিডে পার্কে মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আয়োজনে এক বিশাল শিক্ষক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুন্দর আগামীর স্বপ্নে নরসিংদীকে মানসম্মত শিক্ষায় দেশের শীর্ষে নিয়ে যাওয়ার প্রত্যয়ে মিলন মেলার আয়োজন করা হয়েছে।

শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিক্ষা ক্ষেত্রে সরকারের নানা কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এ সরকার শিক্ষাবান্ধব সরকার। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত রেখেছে। গুণগত শিক্ষা বিস্তারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সরকার নানামুখী চিন্তা ভাবনা করছে।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর আবদুল কাদির মোল্লা, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান আকন্দ, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সূর্যকান্ত দাস, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আহ্বায়ক মো. নূর হোসেন ভূঞা, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর সদস্য সচিব মো. আলতাফ হোসেন নাজির প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here