এম. জাফরান আদনান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ ফজলে নূর তাপস। এছাড়া উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বেছে নেয়া হয়েছে। নাম ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে জনপ্রিয়তা। মনোনয়ন পাওয়ার পর দুই প্রার্থী জনগণের ভোগান্তি কমাতে কাজ করার প্রতিশ্রুতি দেন।