ডেস্ক রিপোর্ট.

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বসলেও এখনো কারো নাম ঘোষণা হয়নি।

রোববার সকালে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “আমরা বিচার বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। নেত্রী নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে।সব কিছু বিচার বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে।

“আগামীকাল সকাল ১১টায় ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উভয় সিটির মেয়র ও কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের নাম ঘোষণা হবে।”

আওয়ামী লীগের প্রার্থীদের নাম জানা না গেলেও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সন্ধ্যায় বৈঠক করে দুই মেয়র প্রার্থী চূড়ান্ত করার কথা জানিয়েছে। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়ন দিয়েছে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here