চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তিতে আয়োজিত দুই দিন ব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠানের প্রথম দিন সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসাবিত হয়েছে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও এলামনাই এসোসিয়েশন এর যৌথ উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সকাল ১০ টায় উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান। এতে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান সভাপতি জনাব আবুল কালাম আজাদ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে গণমাধ্যমকে। গণমাধ্যম নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে তথ্য পরিবেশন করলে মানুষ সেটি জানার, শেখার এমনকি নিজেকে সংশোধনের সুযোগ পান। এর মাধ্যমে জনগণ ও রাষ্ট্র উপকৃত হয়। এ জন্য কর্মক্ষেত্রে একজন সাংবাদিককে সবসময় সাবধান থাকতে হবে। তথ্য পরিবেশনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।

এর আগে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘গত ২৫ বছরে সাংবাদিকতা বিভাগ অনেক এগিয়ে গেছে। বিভাগের শিক্ষার্থীরা বিশ্বের নানা জায়গায় সফলতার সঙ্গে কাজ করছেন। ছাত্ররা যদি নিজেদের কর্মক্ষেত্র তৈরি করে নেয় সেটি আমাদের সকলের জন্য মঙ্গল। যে জাতি পরিশ্রমী সে জাতি উন্নতির সোপানে উঠবেই। ছাত্রদেরও পরিশ্রম করতে হবে।’

এতে আরও বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ।

উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু চিটাগং বে ভিউতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here