আজ বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

আজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন। তাই মাঠের পূর্ব পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। উক্ত মঞ্চেই পারফর্ম করবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সংগীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম ও কৈলাশ খের। স্থানীয় শিল্পীদের মধ্যে গাইবেন জেমস ও মমতাজ।
মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
নিচে সূচিটি দেয়া হল:
২.৩০টা: দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে
৫.০০ টা: জাতীয় সঙ্গীত পরিবেশন
৫.২৫ টা: মইদুল ইসলাম খানের পারফরম্যান্স
৫.৩৫: রেশমি মির্জার পারফরম্যান্স
৬.০০ টা: জেমসের পারফরম্যান্স
৬.৪০টা: মমতাজের পারফরম্যান্স
৭.৩০ থেকে ৭.৪০ টা: আতশবাজি
৭.৪৫ টা: সনু নিগামের পারফরম্যান্স
৮.৩৫টা: লেজার শো
৮.৫৫ টা: কৈলাশ খেরের পারফরম্যান্স
৯.৩৫ টা: ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স
১০.০০ টা: সালমান খানের পারফরম্যান্স
১০.২০ টা: সালমান খান ও ক্যাটরিনা কাইফের যৌথ পারফরম্যান্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here