লিওনেল মেসি ব্যালন ডি’ওরের পর আবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে টেক্কা দিলেন। লিগায় রোনালদোর করা সব থেকে বেশি হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে দিয়েচ্ছেন মেসি। আরসিডি ম্যায়োর্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন তিনি। এখন লা লিগায় মেসির করা হ্যাটট্রিকের সংখ্যা ৩৫। রোনালদোর ৩৪।
গতকাল স্থানীয় সময় শনিবারের ম্যাচ বার্সিলোনা জেতে ৫-২ গোলে। ম্যাচের ১৭, ৪১ এবং ৮৩ মিনিটে তিনটি গোল করেন মেসি। এই হ্যাটট্রিকের পর ইউরোপের সেরা পাঁচটা লিগে গত ১৪টা মৌসুমে ১০’র বেশি গোলদাতা হিসেবে একমাত্র ফুটবলার হয়ে গেলেন এলএম ১০।
এই মৌসুমে তিনি মোট ১২টি গোল করেছেন। ১৫টি ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে লা লিগার তালিকায় শীর্ষে এখন বার্সেলোনা। ২০১১-১২ সালে বার্সেলোনার জন্য ৩৭ ম্যাচে ৫০ গোল করেছিলেন মেসি। সেটাই এখনও পর্যন্ত তার সেরা মৌসুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here