গত রবিবার বিকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং বলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে উপ-নির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি।
সেই সাতে ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর।
ইভিএমে ভোট হবে ১৩ জানুয়ারি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে।
সাংসদ মঈন উদ্দীন খান বাদল ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।
সংসদের আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। সেই হিসেবে বাদলের আসনে ৪ ফেব্রুয়ারিরর মধ্যে ভোট আয়োজন করতে হবে।
চট্টগ্রাম-৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারের সাংসদ বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here