এবার চট্টগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ৬ ঘণ্টার টানা অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।সেই অভিযানে একটা ড্রেজার জব্দ করে পুড়িয়ে ধ্বংস এবং ঘটনাস্থল থেকে প্রায় এক লক্ষেরও বেশি ঘনফুট বালু জব্দ ও করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, উপজেলার ছিপাতলী ইউনিয়নের হালদা নদীর ইন্দিরা ঘাটে প্রতিদিন সন্ধ্যা হলেই একটি প্রভাবশালী মহল চালু করতো ড্রেজার, চলতো গভীর রাত পর্যন্ত। এতে নদী ভাঙন ছাড়াও ড্রেজারের প্রচণ্ড শব্দে স্থানীয়দের অবস্থা ছিল শোচনীয়।
তিনি আরও বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান কঠোরভাবে চলবে। অভিযানে হাটহাজারী উপজেলার ভূমি সহকারীসহ মডেল থানার এএসআই কামরুজ্জামান এবং তার ফোর্স সহায়তা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here