রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৮ জনের মধ্যে ৭ জন কে ফাঁসির রায় দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় ইসলামিক স্টেটের (আইএস) লোগো সংবলিত একটি টুপি ছিল।
এই টুপি কিভাবে তার কাছে পৌঁছেছে, তার সন্ধানে বুধবার বিকেলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল পাশা এ গণমাধ্যমকে এ তথ্য জানান।অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন) কমিটির নেতৃত্বে থাকবেন।
তিনি বলেন, গণমাধ্যমে এক আসামির মাথায় বিশেষ ধরনের কালো একটি টুপি দেখতে পেয়েছি আমরা। এই টুপি সে কোথায় পেয়েছে, কারাগার থেকে সে টুপি সংগ্রহ করেছে কি না-এসব বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
আইজি প্রিজন মোস্তাফা কামাল পাশা জানান, আসামিকে টুপি সরবরাহে কারও জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সারাদেশেই কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here