আজ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে।এই পরীক্ষা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এবার সারাদেশে মোট সাত হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বছর মোট ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন খুদে শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেবে। প্রাথমিক ও ইবতেদায়িতে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২৩ হাজার ৬১৫ জন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আজ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন।
