আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। তবে এর আগেই ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খান’র ফ্র্যাঞ্চাইজি। ট্রেড উইন্ডো’র মাধ্যমে ইতিমধ্যে মুম্বাইয়ের সিদ্ধেশ ল্যাডকে দলে নিয়েছে কলকাতা। কিন্তু এর আগেই ছেড়ে দিয়েছে মৌসুমের দলে থাকা ১০ জন ক্রিকেটারকে। গতবার নিলামে ক্রিস লিনকে সব থেকে দাম দিয়ে কিনেছিল কলকাতা। ৯.৬ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল কেকেআর। এবার তাকেই ছেড়ে দিল কলকাতা।
কার্লোস ব্রেথওয়েইট, রবীন উথাপ্পা, পীযুস চাওলা, নিখিল নায়েক, কেসি কারিয়াপ্পা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্দে, ইয়ারা পৃথ্বীরাজ ও আনরিচ নরজেকে ছেড়ে দিল কেকেআর। দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, শুভমান গিল, লকি ফার্গুসন, নীতিশ রানা, রিঙ্কু সিং, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গার্নে, কমলেশ নাগারকোটি এবং শিভাম মাভিকে দলে রিটেইন করা হয়েছে।
এই ক্রিকেটারদের রিটেইন করতে কেকেআর’র ইতিমধ্যে খরচ হয়েছে ৪৯.৩৫ কোটি টাকা। হাতে রয়েছে আর ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। যা কি না ১৯ ডিসেম্বর নিলামে খরচ করবে কলকাতা।
নিয়ম অনুযায়ী, আইপিএল ২০২০’র জন্য স্কোয়াড গঠনে ৮৫ কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক ২৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে তারা। কেকেআর এবার ১৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here