অনিল আম্বানি রিলায়েন্স কমিউনিকেশনস-এর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন । সংস্থার তরফে জানানো হয়েছে অনিল আম্বানির পাশাপাশি ছায়া ভিরানি, রায়না কারানি, মঞ্জরি ক্যাকার, সুরেশ রাঙ্গাচার সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
ব্যবসায়ে সম্প্রতি বিপুল ক্ষতির কারনে রিলায়েন্স কমিউনিকেশন সংস্থাটি দেউলিয়া হয়েছে। ২০১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩০ হাজার ১৪২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থাটি। এর আগেই সংস্থার ডিরেক্টর এবং সিএফও পদ থেকে ইস্তফা দিয়েছেন মনিকান্থন ভি।
মে মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি) অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনস কে দেউলিয়া ঘোষণা করে।