আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, সাতটি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব বর্ষে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২৩টি উপজেলায় সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী জানান, এখন ২২হাজার ৫৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং সারাদেশের ৯৪% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষদের জীবনমান উন্নয়ন করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, ‘কেউ অন্ধকারে থাকবে না, মুজিব বর্ষে সব ঘরে আলো জ্বলবে, শতভাগ মানুষ পাবে বিদ্যুৎ সুবিধা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here