চট্টগ্রাম, ১৩ অক্টোবর ২০২৫:
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং HDS Medical & Training Institute এর মধ্যে আজ এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ইএসডিও-র পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মোঃ নাঈম মিয়া এবং এইচডিএসের পক্ষে নির্বাহী পরিচালক মো: জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইএসডিও ও এইচডিএস যৌথভাবে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রেফারেল ট্রেনিং কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।
একই দিনে, যুবকদের জন্য কর্মসংস্থান সংযোগ এবং কারিগরি প্রশিক্ষণের পরিধি বাড়াতে Skus Technical training center এবং দেশের অন্যতম বৃহৎ চাকরি প্রদানকারী প্ল্যাটফর্ম বিডি জবস (Bdjobs)-এর সাথেও পৃথক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
এই চুক্তিগুলো স্বাক্ষরের ফলে ইএসডিওর “ESR” প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী যুবকরা মানসম্পন্ন কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রশিক্ষণ এবং কার্যকর কর্মসংস্থান সংযোগের সুযোগ পাবে, যা তাদের জীবন-জীবিকার উন্নতিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে ইএসডিও, এইচডিএস, স্ক্যাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং বিডি জবস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
