শুল্কমুক্ত গাড়ি, রাজউকের বাড়ি আমার দরকার নাই— অধ্যক্ষ হেলালী

Oplus_131072

এবিএম ইমরান: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, নির্বাচিত হলে তিনি কোনো সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন— “শুল্কমুক্ত গাড়ি কিংবা রাজউকের বাড়ি (প্লট) আমার দরকার নাই।”

২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর খুলশী রেলওয়ে কলোনিতে চট্টগ্রাম মহিলা কলেজ কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করা, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত পরিবেশ সৃষ্টি করাই সময়ের প্রধান দাবি। তিনি মনে করেন, যদি আগামী পাঁচ বছর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশকে দুর্নীতিমুক্ত রাখা যায়, তবে বাংলাদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ, নির্লোভ ও নীতিবান নেতৃত্ব অপরিহার্য, আর এই গুণ একমাত্র জামায়াতের মধ্যেই বিদ্যমান। জনগণ এখন তা উপলব্ধি করছে বলেও দাবি করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রেলওয়ে ভূমিহীন সমবায় সমিতির আহবায়ক মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার এবং খুলশী ওয়ার্ডের সভাপতি ইমরান সিকদার।

ইঞ্জিনিয়ার দিদারুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় খুলশী কলোনী মহল্লার সরদার মনিরুল হক মনু, ইসলামী কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এস এ এম নুর হোসাইন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওসমান, আলী করিমুল্লাহ হারুন, আব্দুল হক সুমন, মো. বাবুল, মো. শামীম, সালেহা বেগম,মুন্নি বেগম, সাজিয়া বেগম, জোহরা বিবি ঝর্ণা, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি খলিলুর রহমান ও সেক্রেটারি বদিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থী হিসেবে হেলালীকে তারা সমর্থন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here