এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট-এর উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হলো “সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ২০২৫”। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, তাদের প্রচেষ্টার স্বীকৃতি এবং সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব (অবসর প্রাপ্ত) জনাব কাজী মো. শফিউল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংবাদিকতার প্রখ্যাত ব্যক্তিত্ব, দৈনিক পিপলস ভিউ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, চট্টগ্রাম এডিটর ক্লাবের প্রধান উপদেষ্টা এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চাপ্টারের মহাসচিব জনাব ওসমান গনি মনসুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক জনাব ড. এস. এম. হাসান আলী এবং হাজী এম এ কালাম সরকারি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোঃ এবিএম মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও দৈনিক দেশ জনতার বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব মোঃ জিয়াউল হক। এছাড়াও অনষ্ঠানের সার্বিক সহয়োগিতায় ছিলেন মোঃ আল আমিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ আমিনুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার গুরুত্ব, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা অর্জনের অপরিহার্যতা তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ইতোমধ্যেই বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্সের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মূল্যবান অবদান রাখবে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সফল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
