জনগণের আস্থা অর্জনই আমার সারাজীবনের সংগ্রাম — শামসুজ্জামান হেলালী

Oplus_131072

এবিএম ইমরান: চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রকৃত জনপ্রতিনিধির সারাজীবনের সংগ্রাম। আমি সেই ধরণের জনপ্রতিনিধি হতে চাই, যিনি মানুষের কল্যাণে কাজ করবেন এবং তাদের ভালোবাসা ও বিশ্বাসের যোগ্য হবেন। তিনি বলেন, “জনগণের সহযোগিতা ও দোয়া পেলে ইনশাআল্লাহ আমি চট্টগ্রাম-১০ আসনসহ এলাকার উন্নয়নকাজে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।”

২০ আগস্ট সন্ধ্যায় নগরীর মুরাদপুরে দর্পণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত আহ্বায়ক রাশেদুল আজম মঞ্জুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. লুৎফুর রহমান এবং পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।

সমাবেশ পরিচালনা করেন জানে আলম চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন মুরাদপুর মসজিদের মোতোয়াল্লী মহিউদ্দীন ওসমানগনী বাবলু, বিশিষ্ট সমাজকর্মী নুরুল ইসলাম, শহীদুল্লাহ তালুকদারসহ অনেকে। বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির মূল শক্তি হলো জনগণের আস্থা। জনগণের দোয়া ও ভালোবাসা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

শামসুজ্জামান হেলালী তার বক্তব্যে আরও বলেন, তিনি এমন এক সমাজ গড়তে চান যেখানে সবাই সমান সুযোগ ও মর্যাদা পাবে। চট্টগ্রাম-১০ আসনের প্রতিটি মানুষ যেন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং উন্নয়নের ধারায় সম্পৃক্ত হয় — সেটাই হবে তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।

তিনি বলেন, “আমি চাই মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। এই আসনের মানুষকে কেন্দ্র করে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলতে চাই। জনগণের আস্থা অর্জন করা শুধু নির্বাচনের সময়ের প্রতিশ্রুতি নয়, বরং এটি আজীবনের দায়িত্ব ও সংগ্রাম।”

সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শামসুজ্জামান হেলালীর জন্য দোয়া কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here