চডাস জীবন সদস্য ফোরামের সভায় কমিটি গঠন ও ভোটার হালনাগাদ করার দাবী

Oplus_0

এবিএম ইমরান: চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির জীবন সদস্য ফোরামের উদ্যোগে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ৫ সদস্যের নেতৃত্ব কাঠামো ঘোষণা করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
গত ১৯ আগস্ট বিকেল ৫টায় নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির জীবন সদস্য ফোরামের অন্যতম নেতা ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাফর আলম।
ঘোষিত ৫ সদস্যের নেতৃত্ব
সভায় প্রাথমিকভাবে গঠিত কমিটির দায়িত্ব বণ্টন করা হয় নিম্নরূপঃসভাপতি: মোহাম্মদ জাফর আলম (সাবেক অতিরিক্ত সচিব) কার্যকরী সভাপতি: সাংবাদিক ও লেখক মো. কামাল উদ্দিন, সহসভাপতি: মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক: বিশিষ্ট সমাজসেবক ইউসুফ বাহার চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক: একে সালাউদ্দিন কাউসার লাভু।পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব-এই ৫ সদস্যকে আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাফর আলম

আমরা চাটগাঁবাসীর সেক্রেটারী জেনারেল এবিএম ইমরানে সঞ্চালনায়
সিনিয়র জীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন
ন্যাশনাল ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সভাপতি ও
ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী,বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাশেম, কুমিল্লা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার মিলন,
ন্যাশনাল হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডা.মোহাম্মদ ইউসুফ,
বিশিষ্ট আইনজীবী ও আমরা চাটগাঁবাসীর সহসভাপতি এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এসোসিয়েশনের সেক্রেটারি মুখতার আহমদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সেক্রেটারি কামাল উদ্দিন, আমরা চাটগাঁবাসীর সেক্রেটারি এবিএম ইমরান বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার সিদ্দিক চৌধুরী, সেলিম পাটোয়ারী, গিয়াস উদ্দীন, , জান্নাতুন নাইম রিকু, একেএম সালাউদ্দীন কাউসার, সাজ্জাদ উদ্দিন, রাফসানজানী, এমআর মিল্টন, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, এডভোকেট মাসুদুল আলম বাবলু প্রমুখ

বক্তারা বলেন, জীবন সদস্য ফোরাম হচ্ছে সমিতির শক্তি ও ঐক্যের প্রতীক। এই ফোরামের মাধ্যমে চট্টগ্রাম ডায়াবেটিস সমিতিকে আরও গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সিনিয়র জীবন সদস্যরা বলেন, সমিতির আয়-ব্যয় অডিট করে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে একটি স্বচ্ছ ছবিসংযুক্ত হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। এরপর নির্বাচন দিতে হবে। পরিবর্তীত পরিস্থিতির সুযোগে যেনতেন নির্বাচন দিয়ে সমিতির কর্তার আসনে বসে গেলে যেই লাউ সেইম কদু, কর্তাদের পকেট ভারী হবে কিন্তু সমিতি ও সাধারণ রোগীদের কোন লাভ হবেনা। দূর্নীতি নির্মুল করতে হলে ডায়াবেটিক হাসপাতাল ও সমিতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর সংগঠনে রুপদান করতে হবে।

চডাস জীবন সদস্য ফোরামের সভায় কমিটি গঠন ও ভোটার তালিকা হালনাগাদের দাবি

চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির জীবন সদস্য ফোরামের উদ্যোগে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ৫ সদস্যের নেতৃত্ব কাঠামো ঘোষণা করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

গত ১৯ আগস্ট বিকেল ৫টায় নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জীবন সদস্য ফোরামের অন্যতম নেতা ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাফর আলম।

সভায় গঠিত ৫ সদস্যের কমিটিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে নিম্নরূপ:
সভাপতি মোহাম্মদ জাফর আলম (সাবেক অতিরিক্ত সচিব), কার্যকরী সভাপতি সাংবাদিক ও লেখক মো. কামাল উদ্দিন, সহসভাপতি: মোহাম্মদ গিয়াস উদ্দিন,
সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ইউসুফ বাহার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একে সালাউদ্দিন কাউসার লাভু

এই প্রাথমিক নেতৃত্ব কাঠামোর পাঁচজন আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের দায়িত্ব পালন করবেন।

সভায় “আমরা চাটগাঁবাসী”র সেক্রেটারি জেনারেল এবিএম ইমরান ও ইউসুফ বাহার চৌধুরীর যৌথ সঞ্চালনায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সিনিয়র জীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রখ্যাত সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাশেম, কুমিল্লা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার মিলন, ন্যাশনাল হাসপাতালের এমডি ডা. মোহাম্মদ ইউসুফ, আইনজীবী এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এসোসিয়েশনের সেক্রেটারি মুখতার আহমদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সেক্রেটারি কামাল উদ্দিন, আমরা চাটগাঁবাসীর সেক্রেটারী এবিএম ইমরানসহ আরও অনেকে।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার সিদ্দিক চৌধুরী, সেলিম পাটোয়ারী, জান্নাতুন নাইম রিকু, সাজ্জাদ উদ্দিন, রাফসানজানী, এমআর মিল্টন, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, এডভোকেট মাসুদুল আলম বাবলু প্রমুখ।

আলোচনায় প্রধান দাবি হিসাবে বক্তারা বলেন, জীবন সদস্য ফোরাম হচ্ছে সমিতির ঐক্য ও শক্তির প্রতীক। সমিতির কার্যক্রমে স্বচ্ছতা আনতে হলে প্রথমে আয়-ব্যয়ের অডিট সম্পন্ন করতে হবে। পাশাপাশি একটি ছবিসংযুক্ত হালনাগাদ ভোটার তালিকা তৈরি করে তার ভিত্তিতেই নির্বাচন আয়োজন করা জরুরি।

তারা সতর্ক করেন, পরিবর্তিত পরিস্থিতির সুযোগে যদি অসম্পূর্ণ বা তড়িঘড়ি নির্বাচন দেওয়া হয়ম তবে নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে না; বরং কর্তাদের পকেট ভারী হলেও সমিতি ও সাধারণ ডায়াবেটিস রোগীরা কোনো উপকার পাবেন না।

বক্তারা জোর দিয়ে বলেন, দুর্নীতি নির্মূল এবং সেবা কার্যক্রম আধুনিক করতে হলে চট্টগ্রাম ডায়াবেটিস সমিতিকে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ সংগঠনে রূপান্তরিত করতে হবে। তবেই প্রতিষ্ঠানটি সত্যিকারের জনগণের কল্যাণে কাজ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here