চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজীবন সদস্যরা মুখর হয়েছেন। তারা জানিয়েছেন, বহুদিন ধরে সমিতির কার্যক্রমে দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাই আসন্ন এজিএম সুষ্ঠু করতে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ভোট গ্রহণের দাবি তুলেছেন সদস্যরা।
১৬ আগস্ট শনিবার নগরীর পাঁচলাইশ মোড়ের নাটাব ভবনের চতুর্থ তলায় আয়োজিত আজীবন সদস্যদের এক সভায় এ দাবি উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোর্শেদ কাদেরি
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. শফিউল আজম, চট্টগ্রাম ডায়বেটিক সমিতি জীবন সদস্য ফোরামের সেক্রেটারি ইউসুফ বাহার চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাজিম উদ্দীন, চট্টগ্রামস্থ ঢাকা সমিতির সভাপতি হাবিবুর রহমান পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ইরফান আলী ভূঁইয়া, আমরা চাটগাঁবাসীর সেক্রেটারি জেনারেল লায়ন এবিএম ইমরান,এমদাদুল আজীজ চৌধুরী, মো. শাহাবুদ্দিন, রাকিব হোসেন, ইসি সদস্য মনি, আবুল কালাম , সাংবাদিক মোহাম্মদ বখতিয়ার , মোহাম্মদ ইউসুফ। তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিবর্তন আসছে না। দুর্নীতি ও অদৃশ্য শক্তির প্রভাবে একই ব্যক্তি টানা ২১ বছর ধরে সভাপতির পদে বহাল আছেন।
আলোচনায় বক্তারা বলেন, ডায়াবেটিস সমিতি একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হলেও নেতৃত্বের অস্বচ্ছতা ও গোষ্ঠীগত প্রভাবের কারণে সাধারণ সদস্যরা উপেক্ষিত হচ্ছেন। সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমিতিকে সঠিক পথে পরিচালনার জন্য একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।
তারা আশা প্রকাশ করেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন হলে সমিতিতে নতুন নেতৃত্ব আসবে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি উজ্জ্বল হবে।
