আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে পাঁচলাইশ জামায়াতের দোয়া মাহফিল

এবিএম ইমরান:চট্টগ্রামের মুরাদপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগষ্ট শুক্রবার ভোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা উলামা বিভাগের উদ্যোগে মসজিদে বেলালে অনুষ্ঠিত এই আয়োজন সকাল ৬টায় খতমে কোরআন দিয়ে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুুবুল হাছান রুমী। তিনি বলেন, আল্লামা সাঈদী রহ. ছিলেন একজন খাঁটি আলেমে দ্বীন ও তাওহীদের প্রচারক, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত ইসলাম প্রতিষ্ঠায় ব্যয় করেছেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন। তারা বক্তৃতায় আল্লামা সাঈদীর জীবনাদর্শ, দ্বীনি ত্যাগ ও নৈতিক দৃঢ়তার উপর আলোকপাত করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন মুরাদপুর বেলাল মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইয়াছিন এবং পরিচালনা করেন মাওলানা হেদায়ত উল্লাহ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আমিন জুট মিল মসজিদের ইমাম মাওলানা এনামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহীম, মাওলানা আজিজুল হক, শহিদুল্লাহ তালুকদার, ওসমান গনি বাবলু প্রমুখ। বক্তারা আল্লামা সাঈদীর শাহাদাতকে ইসলামী আন্দোলনের জন্য এক বিশাল ত্যাগ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আদর্শ ধরে রাখার আহ্বান জানান।

শেষে শহীদ আলেমদের জন্য মোনাজাত করা হয় এবং মুসলিম উম্মাহর ঐক্য ও হেদায়াত কামনা করে দোয়া করা হয়। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠান শেষে কুরআন তেলাওয়াত ও দোয়ায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here