শহিদুল ইসলাম পারভেজ ছিলেন একজন প্রতিশ্রুতিশীল শ্রমিকনেতা- লুৎফর রহমান

ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সদস্য ও পাথরঘাটা ওয়ার্ডের সহ-সভাপতি শহিদুল ইসলাম পারভেজের জানাযা সম্পন্ন হয়েছে। সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মাঝের দোকান নিজ গ্রামে আজ বাদ জোহর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাযায় ইমামতী করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সম্মানিত সভাপতি এস এম লুৎফর রহমান।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূইয়া, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী তারেক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, সদরঘাট থানা সভাপতি মুহাম্মদ বেলাল, সহ সভাপতি শহিদুল হাসান, রহমত উল্লাহ, মোস্তাক আহমদ, শহিদুল ইসলাম, মাঈন উদ্দিন সোহেল, মুহাম্মদ ইউনুস, রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন, এহসানুল হক, দিদারুল ইসলাম, মহানগরী ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আমাদের প্রিয় ভাই মরহুম শহিদুল ইসলাম পারভেজ ছিলেন প্রতিশ্রুতিশীল শ্রমিকনেতা। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী। ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাতদিন একাকার করে তিনি কাজ করতেন। শ্রমিকদের মাঝে ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গঠনে তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। একজন সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামেও শহিদুল ইসলাম পারভেজ সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের জুলাই গণ-অভুত্থানেও তিনি জোরালো ভূমিকা রেখেছেন। তার বিদায়ে আমরা একজন সম্ভাবনাময় শ্রমিকনেতাকে হারালাম। তার পরিবার ও স্বজনরা একজন দায়িত্বশীল অভিভাবক হারাল। বন্ধুবান্ধব ও প্রতিবেশিরা একজন পরোপকারী বন্ধুকে হারাল। এই বিদায় আমাদের জন্য কষ্টের। তারপরও মহান আল্লাহর সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। আল্লাহ তায়ালা যখন যাকে ডাক দেবেন, আমাদের চলে যেতে হবে। তাই আমাদেরকে শহিদুল ইসলাম পারভেজের মতো আখিরাতমুখী জীবন গঠন করতে হবে। পরোপকারী চরিত্র গঠন করতে হবে। আর দ্বীনের পথে সংগ্রামী ভূমিকা রাখতে হবে। আমরা মরহুমের পরিবার-পরিজনকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাদের সকলকে সবরে জামিল দান করুন। পাশাপাশি আমরা সমবেত মুসল্লিদের সামনে ঘোষণা দিচ্ছি, শহিদুল ইসলাম পারভেজের এতিম সন্তান ও পরিবার-পরিজনের সকল প্রয়োজনে আমরা সাধ্যমতো সাথে থাকব, ইনশাআল্লাহ।

জানাযায় আরও মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here