ডেস্ক:চট্টগ্রামের খ্যাতিমান রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরে তাঁর নামে একটি সড়ক নামকরণের জোর দাবি তুলেছেন বক্তারা।
গত ২৭ জুলাই (শনিবার) তাঁর পরিবার, শুভানুধ্যায়ী এবং এন.এ.সি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী আয়োজনে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার শিলাইগড়ায় জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ জোহর আগ্রাবাদস্থ এন.এ.সি মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বাদ আসর চন্দনপুরাস্থ তাঁর বাসভবনে আয়োজন করা হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। বক্তারা মরহুমের রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, নুরুল আবছার চৌধুরী ৬০ ও ৭০ দশকের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক, ভাষা আন্দোলনের অন্যতম নেতা অলি আহাদের নেতৃত্বে পরিচালিত ডেমোক্রেটিক লীগের নগর সভাপতি। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সক্রিয় সহযোগিতা করেছেন তিনি।
তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, কসমোপলিটন সিটি বাস্তবায়ন পরিষদের সভাপতি, ইসলামবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন। তিনি ডায়াবেটিক সমিতি, মা ও শিশু হাসপাতাল, রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র পরিষদসহ নানা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “নুরুল আবছার চৌধুরীর কর্মজীবন চট্টগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁর নামে একটি সড়ক নামকরণ করা হলে নতুন প্রজন্ম তাঁর অবদান সম্পর্কে জানতে পারবে।” তাঁরা এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী। আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন লায়ন জানে আলম, ফয়সাল ইকবাল, সৈয়দ শিবলী সাদিক কফিল, স ম জিয়াউর রহমান, ডা. আর কে রুবেল, কবি আসিফ চৌধুরী, হাজী নুর মোহাম্মদ, আলহাজ মুফতি আবদুস সোবহানসহ অনেকে।
অনুষ্ঠান শেষে মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন আশরাফী।
