বাগান রক্ষায় জামায়াতের মানববন্ধন: মেয়রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন

Oplus_131072

এবিএম ইমরান: চট্টগ্রাম শহরের সৌন্দর্যবর্ধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা শাখা। শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগানে বৃক্ষরোপণ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, “ফ্লাইওভার নির্মাণের পর তার নিচে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছগাছালি রোপণ করা হয়, পিলারে কৃত্রিম ঘাস লাগানো হয়, এমনকি পরিবেশ রক্ষায় কৃত্রিম ঝর্ণাও স্থাপন করা হয়। এতে নগরবাসী সন্তুষ্ট ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে এই বাগান নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বৃত্তদের কারণে বাগানের চারপাশের বেষ্টনি চুরি হচ্ছে, গাছে পানি সরবরাহের অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এই বিষয়গুলো দেখার যেন কেউ নেই।”

তিনি আরো বলেন, “নতুন কোনো উন্নয়ন প্রকল্প না করতে পারলেও পুরনো সৌন্দর্যবর্ধনের কাজ রক্ষা করা কর্তৃপক্ষের দায়িত্ব। তা না হলে নগর ভবন বা মেয়রের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ, থানা অফিস সম্পাদক আজীজুল হক, শুলকবহর ওয়ার্ড সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার, জামায়াত নেতা নুরুল ইসলাম, কামাল হোসাইন, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার তারেক হোসাইন, আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুন নুর বুলবুল ও দেলোয়ার হোসাইন প্রমুখ।

বক্তারা চসিকের তীব্র সমালোচনা করে বলেন, “নগরের উন্নয়ন শুধু নতুন প্রকল্প বাস্তবায়ন নয়, পুরনো প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। যদি সেই দায়িত্ব পালন না করা হয়, তবে চট্টগ্রাম নগরবাসীর স্বার্থ বারবার উপেক্ষিত হবে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা বাগান পুনরায় সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজগুলো যথাযথভাবে রক্ষার দাবি জানান।

এই কর্মসূচির মাধ্যমে জামায়াত নেতারা নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে পরিবেশ রক্ষা এবং শহরের সৌন্দর্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here