খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে বাছাইকৃত অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির সম্পন্ন হয়েছে।
২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগর পাঁচলাইশ থানা জামায়াতের মুরাদপুরস্থ কার্যালয়ে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
নগর জামায়াতের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমীর সভাপতিত্বে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
৮নং শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ, পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, বায়তুলমাল সম্পাদক জাহান উদ্দিন, অফিস সম্পাদক আজীজুল হক, ৮নং শুলকবহর ওয়ার্ড সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার।
