এবিএম: চট্টগ্রাম মহানগরীর খলিফাপট্টি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পান্ডা আইসক্রিম কোম্পানির মালিক মোহাম্মদ নাজের কমিশনারের ছোট ছেলে মো. মনিরুজ্জামান (৩৫) গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। রমজান মাসের ১৫ তারিখ থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, শুরুতে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো অভিযোগ না দিলেও মনিরুজ্জামানের অস্ট্রেলিয়া প্রবাসী মামা মো. হায়দার হোসেন (৫৪) ৯ জুলাই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন।
এতিম সন্তান মনিরুজ্জামানের সঙ্গে মামা হায়দার হোসেন নিয়মিত যোগাযোগ রাখতেন। মাসে অন্তত পাঁচ-ছয়বার কথা হতো তাদের। কিন্তু গত দুই মাস ধরে কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি ঈদেও মনিরুজ্জামান বড় বোন মনোয়ারা বেগমের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি।
পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন মামা হায়দার হোসেন মনিরুজ্জামানের ভাই আশরাফ মুরাদ ডালিমের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনিও মনিরুজ্জামানের কোনো খোঁজ পাননি।
অবশেষে, ভীষণ উদ্বিগ্ন হয়ে ২ জুলাই হায়দার হোসেন বাংলাদেশে ফিরে আসেন এবং ভাগ্নের মোবাইল নম্বর (০১৮১৯-৩৬৯১০৭ ও ০১৬৮৮-৮৮৬৬৬৬) বারবার ডায়াল করেন। এর মধ্যে একটি নম্বর বন্ধ থাকলেও অন্যটি চালু রয়েছে, তবে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ১০ জুলাই সকাল ১০:৩১ মিনিটে রিং করলেও কেউ ফোন রিসিভ করেনি।
নিখোঁজ মনিরুজ্জামানকে খুঁজে বের করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার। পাশাপাশি তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও কামনা করছে।
