পাসের হার ৬৮.৪৫%, মেয়েরা এগিয়ে

এবিএম ইমরান:চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। ফলাফলে ছাত্রীদের এগিয়ে থাকা স্পষ্ট—পাসের হার এবং জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই তারা ছেলেদের পেছনে ফেলেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন এবং ছাত্র ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন। পাস করেছে ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী (৭১.০৩%) এবং ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র (৬৫.৮৮%)।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন, আর ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন। অর্থাৎ, মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ২০০ জন বেশি।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫-২২ মে। তবে এবার ৩০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিল।

রাজশাহী বোর্ডে হতাশাজনক ফল

এদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছর পাসের হার মাত্র ৭৭.৬৩ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। যদিও অনেক ভালো ফল করা স্কুলে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে, বাদ্য-বাজনাসহ উৎসবমুখর পরিবেশে ফল উদযাপন করেছে শিক্ষার্থীরা।

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, আগের ছয় বছরে রাজশাহীর পাসের হার ছিল ২০২৪ সালে ৮৯.২৬%, ২০২৩ সালে ৮৭.৮৯%, ২০২২ সালে ৮৫.৮৮%, ২০২১ সালে ৯৪.৭১%, ২০২০ সালে ৯০.৩৭%, ২০১৯ সালে ৯১.৬৫%

চলতি বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ৯৬২ জন এবং ছাত্র ১০ হাজার ৩৬৫ জন।

পাসের হারেও ছাত্রীদের অগ্রগতি স্পষ্ট—তাদের পাসের হার ৮২.০১%, যেখানে ছাত্রদের হার ৭৩.৬৪%।

রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টি স্কুলে শতভাগ পাস, এবং কোনো স্কুলেই শূন্য পাসের হার নেই। ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় এবং ৭ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, “ফলাফল সব সময় একইরকম থাকে না। ব্যাচভেদে পার্থক্য হতেই পারে। আমরা বিশ্লেষণ করে দেখব কোথায় কী উন্নতির সুযোগ আছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here