নালায় পড়ে শিশুর মৃত্যু: ঘটনাস্থল পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তা

এবিএম ইমরান : চট্টগ্রাম নগরের হালিশহর নয়াবাজার এলাকার আনন্দীপুর জামে মসজিদের সামনে নালায় পড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তারা।

চসিকের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানান তারা। চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদাত হোসেনের নির্দেশে চসিকের পক্ষ থেকে নিহতের দাফন-কাফনের খরচ বাবদ তার পরিবারকে নগদ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
ক্যাপশন:

আনন্দীপুর এলাকায় শিশুর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here