এবিএম ইমরান : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, “চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দর আমদানি-রফতানির মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখছে।”
তিনি বলেন, “এই বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সি অ্যান্ড এফ শ্রমিক ও কর্মচারীরা। তাদের সততা ও নিষ্ঠাই দেশের উন্নয়নে বড় অবদান রাখতে পারে।”
আজ সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ে বাংলাদেশ সি অ্যান্ড এফ কর্মচারী ফোরামের নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফোরামের সভাপতি মুহাম্মদ ফরকান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, জামায়াতের ২৮ নম্বর ওয়ার্ড আমীর কবির আহমদ এবং সি অ্যান্ড এফ ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা সি অ্যান্ড এফ কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
