প্রেস রিলিজ: প্রত্যাশী।
তারিখ: ২ জুলাই, ২০২৫ ইং।
“চট্টগ্রাম বিমানবন্দরে অভিবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা অগ্রাধিকার”
—– পরিচালক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র আয়োজনে আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসিদের কল্যাণ ও পরিসেবা বিষয়ক এক সেমিনার চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-এর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর এএফডব্লিউসি, পিএসসি।
সেমিনারে প্রধান অতিথি বলেন- শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিসেবা সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের ফলে বিমান বন্দরে এখন যাত্রীদের বিভিন্ন অভিযোগ অনেকটাই কমে এসেছে। পাশাপাশি অভিযোগ পাওয়া মাত্রই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা। বিমানবন্দরটি এখন যাত্রীবান্ধব। তিনি এ সময় সাম্প্রতিক কিছু উদ্যোগের কথা উল্লেখ করেন যেমন- তথ্য সহায়তা কেন্দ্র, ফ্রি ওয়াইফাই জোন বর্ধিতকরণ, ফ্রি টেলিফোন বুথ, অসুস্থ যাত্রীদের কল্যাণে ইমার্জেন্সি এম্বুল্যান্স সার্ভিস, পুরুষ মহিলাদের জন্য পৃথক নামাজ কক্ষের মানোন্নয়ন, ব্রেস্টফিডিং কর্ণার, মিট এন্ড গ্রিট সার্ভিস, হেল্প ডেস্কের মানোন্নয়ন, অনলাইন রেন্ট এ কার সার্ভিস চালুকরণ ইত্যাদি। এ সময় তিনি নিরাপদ অভিবাসনে প্রত্যাশী’র বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে প্রবাসী যাত্রীদের কল্যাণে বিমান বন্দরে কার্যক্রম প্রসারিত করতে অনুরোধ করেন।
প্রত্যাশী’র প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি)’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন হেলভেটাস বাংলাদেশ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রেমাংশু শেখর সরকার। এতে বিমানবন্দরে কর্মরত হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানবাহিনী টাস্কফোর্সের প্রধান উইং কমান্ডার শামসুন নীহার, স্টেশন এয়ার ট্রাফিক অফিসার সাধন কুমার মহন্ত, ডিজিএফআইয়ের প্রধান স্কোয়ান্ড্রন লীডার তারিক আজিজ মৃধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফানুল হক চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা প্রমূখ।
সেমিনারে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান বিভিন্ন পরিষেবা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন প্রদান করেন জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এবং প্রত্যাশী সিম্স প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান। এ সময় সিভিল এভিয়েশন, স্যাটো, ডিজিএফআই, এনএসআই, টাস্কফোর্স, ডিইএমও, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, এয়ারলাইন্স, প্রবাসী কল্যাণ ডেস্ক, এনজিও, গণমাধ্যম, অভিবাসি কর্মী সহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করেন।
প্রতিবেদক-
বশির আহম্মদ মনি (সূফি মনি)
প্রজেক্ট ম্যানেজার, সিম্স প্রজেক্ট, প্রত্যাশী।
যোগাযোগ: ০১৯৭৮-০১৮৫৫৫ / ০১৮১০-১৯৩৫২৯
