মিশিগানে মুনার বনভোজনে হাজারো মানুষের প্রাণবন্ত মিলনমেলা

মিশিগানে মুনার বনভোজনে হাজারো মানুষের প্রাণবন্ত মিলনমেলা

আনন্দ ও উৎসবের অনন্য সমাবেশে অনুষ্ঠিত হয়ে গেল মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগানের ঈদ পুনর্মিলনী ও গ্রীষ্মকালীন বনভোজন। স্থানীয় সময় রোববার (২২ জুন) দিনভর মিশিগানের ওয়ারেন শহরের হলমিচ পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন হাজারো বাংলাদেশি-আমেরিকান, মুনা পরিবারের সদস্য এবং কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ।

পরিবার-পরিজন নিয়ে উপচে পড়া উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে পার্কের প্রতিটি কোণ। শিশু-কিশোর, নারী ও প্রবীণ—সবার প্রাণচাঞ্চল্যে পরিণত হয় বনভোজনটি এক বর্ণিল মিলনমেলায়।

দিনব্যাপী এই আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা চমকপ্রদ আয়োজন। ছোটদের জন্য ছিল বেলুন ও খেলনা স্টল, আর পোশাকের স্টলগুলোও ছিল বিশেষ আকর্ষণ। সংগীত পরিবেশন করে রেনেসাঁ কালচারাল মিশিগান গ্রুপ, যারা উপহার দেন এক মনোমুগ্ধকর পরিবেশনা। দুপুরে আয়োজন করা হয় সুস্বাদু ভোজের, যাতে অংশ নেন সবাই একসঙ্গে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুনা হ্যামট্রামিক চ্যাপ্টারের সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ওয়ারেন সাউথ চ্যাপ্টারের সভাপতি আব্দুল আহাদ চৌধুরি, ওয়ারেন নর্থ চ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী এবং নর্থ চ্যাপ্টারের সভাপতি মুহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আরিফুল হক। আরও বক্তব্য দেন মুনার প্রজেক্ট ডিরেক্টর অলিউর রহমান, নর্থ জোন এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ার হোসেন খোকন, এক্সিকিউটিভ কমিটির সদস্য কোরবান সানি চৌধুরী, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল লতিফ আজম, সাহেদুল ইসলাম, আহমেদ খালেদ হোসেন এবং ডেট্রয়েট চাপ্টার সভাপতি শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধে পরিচালিত এই সামাজিক সংগঠন ‘মুনা’ মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ। তাই মুনা পরিবারে নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগান স্টেট ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসান, ইসলামিক ব্যক্তিত্ব জিন্দানি এবং অন্যান্য সম্মানিত অতিথিরা।

একদিনব্যাপী এই আয়োজনে ইসলামী চেতনা, সামাজিক সংহতি এবং পারিবারিক বন্ধনের এক অসাধারণ সমন্বয় সৃষ্টি হয়—যা সবাইকে আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

১০,০০০ টাকার Digital Marketing কোর্স
মাত্র ৫,০০০ টাকায় ভর্তি চলছে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here