চট্টগ্রাম এডিটর’স ক্লাবের প্রধান উপদেষ্টা মনোনিত হলেন বিশ্ব বরণ্য সাংবাদিক বিশ্ব প্রেস কাউন্সিলের নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত। ২৩ আগষ্ট,২৪ শুক্রবার বিকালে নগরীর এক মিলনায়তনে সংগঠনের সভাপতি চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক আয়ান শর্মা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক দেশ জনতার বাণী’র সম্পাদক মোঃ জিয়াউল হক এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।
মনোনিত প্রধান উপদেষ্টা মইনুদ্দিন কাদেরী শওকত বলেন, চট্টগ্রাম এডিটর ক্লাব আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করায় আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, চট্টগ্রামে আমিই প্রথম এডিটর কাউন্সিলের সভা আমার বাসা সিরাজদ্দৌল্লাহ রোডে আয়োজন করি। এরপর ২য় সভা হয় দৈনিক আজাদী অফিসে। প্রফেসর খালেদ, কে জি মোস্তাফা , আবদুল্লাহ আল ছগীর, মঈনুল আলম, নুর সাইদ চৌধুরী, বি এ আজাদ ইসলামবাদী, মইনুল আহসান ছিদ্দিকি, আফজল মতিন সিদ্দিকি ও মোসলেম খান এরা এই এডিটর কাউন্সিল গঠনে ভুমিকা রেখেছিলেন। তখন খালেদ সাহেবকে সভাপতি ও আমাকে সম্পাদক করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, সংগঠন করা সকল নাগরিকের মৌলিক অধিকার। আমরাও এই দেশের নাগরিক। সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সকলের সংগঠন করার অধিকার রাখেন। সম্পাদকগণ প্রেস ক্লাবের সদস্য হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত। কারন এরাই সদস্য হওয়ার প্রথম যোগ্য ব্যাক্তি।
সভায় অন্যান্যের মধ্য কমার্শিয়াল টাইমস পত্রিকার সম্পাদক বাবু সুজিত কুমার দাশ, পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন আলোচনায় অংশ নেন। আলোকিত চট্টগ্রামের সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী , দৈনিক চট্টগ্রাম খবর পত্রিকার সম্পাদক শেখ মোহাম্মদ আরিফ, দি ক্রাইম পত্রিকার সম্পাদক আসিস চন্দ্র নন্দী, ইজতিহাদ পত্রিকার সম্পাদক জসীম উদ্দিন চেীধুরী, পার্বত্য বাণী পত্রিকার সম্পাদক মুজাহিদুল ইসলাম বাতেন ও দৈনিক বায়োজিত পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান।