চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের পর একইদিনে পদত্যাগ করেছেন দুই উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং প্রেস প্রশাসক।
সোমবার (১২ আগস্ট) দিনভর এসব পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।
পদত্যাগকারীরা হলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী (প্রশাসন) ও অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক), ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী এবং প্রেস প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, সব হলের প্রভোস্টরাও পদত্যাগ করেছেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগে প্রশাসনের পদত্যাগের দাবিতে গত ৯ আগস্ট থেকে প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে উপাচার্যের বাংলোতে তালা দেওয়ার পর ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয় অধ্যাপক ড. মো. আবু তাহেরকে।