ইউরো-মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটর শুক্রবার জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনী একটি ট্যাঙ্ক বা বুলডোজার ব্যবহার করে একজন ফিলিস্তিনি ব্যক্তির দেহকে পিষে ফেলেছে।
শনিবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে যে ওই ফিলিস্তিনি ইসরাইলি হেফাজতে ছিল। তবে বুলডোজার রান করার সময় তিনি বেঁচে ছিলেন নাকি মারা গেছেন, স্পষ্ট নয়।
বৃহস্পতিবার গাজা শহরের দক্ষিণে স্টার ফ্যাক্টরির কাছে সালাহ উদ্দিন রোডে জেইতুন এলাকায় এ ঘটনা ঘটে। পরে লাশের ছবিগুলো মানবাধিকার গোষ্ঠীটি তাদের অনলাইনে শেয়ার করেছে। মিডল ইস্ট আই ওই ছবিগুলো পর্যালোচনা করে দেখেছে। কিন্তু ভিকটিমের শরীরকে পুরোপুরি চূর্ণবিচূর্ণ করায় পরিচয় শনাক্ত করার কোনো উপায় ছিল না।
তবে দেখা গেছে, ভিকটিমের হাতে একটি জিপ টাই রয়েছে। গাজায় ইসরাইলি বাহিনী সাধারণত ফিলিস্তিনিদের আটকে রাখার জন্য এই সরঞ্জাম ব্যবহার করে থাকে।
সূত্র : মিডল ইস্ট আই
