শোক দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের বিশেষ ছাত্র সমাবেশ আজ। এই সমাবেশে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী সমবেত করে নতুন ইতিহাস তৈরির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটি।

৩১ আগস্ট এই সমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে তা ১ দিন পিছিয়ে দেওয়া হয়। আজ ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ৩টায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।

এদিকে নির্বাচনের আগে নিজেদের সক্ষমতা জানান দিতে সমাবেশে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী সমাগম করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। একে সার্থক করতে দেশব্যাপী চালানো হয়েছে প্রচার। সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নেওয়া ইউনিটকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়াও এ ছাত্র সমাবেশ থেকে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবে বলেও জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে তরুণসমাজের কাছে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তরুণসমাজ আজকে একটি সুরে, একটি নামে ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তরুণসমাজ বিশ্বাস করে, শেখ হাসিনা দেশের লাখো কোটি মানুষের দিন বদলে দিয়েছেন। তারা প্রবলভাবে আস্থা রাখে ও বিশ্বাস করে যে, শেখ হাসিনা যেমন অতীতে স্বপ্ন দেখিয়ে তা বাস্তবের দোরগোড়ায় এনে দিয়েছেন, ঠিক তেমনি আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে তার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবেন।

সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এ সমাবেশ ছাত্রলীগের সমাবেশে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে এ তরুণদের শক্তির ওপর ভিত্তি করে বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনা নিরঙ্কুশ বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের সঙ্গে ছাত্র সমাজ আপসহীন জায়গায় রয়েছে।

চট্টগ্রামে ট্রেনের ১৮ বগি বরাদ্দ পেল ছাত্রলীগ : চট্টগ্রাম ব্যুরো জানায়, ঢাকায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে যেতে চট্টগ্রাম থেকে ট্রেনের ১৮টি বগি বরাদ্দ পেয়েছে ছাত্রলীগ। ৩৭টি বগি চেয়ে তারা আবেদন করলেও রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ তাদের জন্য ১৮টি বগি বরাদ্দ দিয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার রাতে মেইল ট্রেনে ৬টি, তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে ৬টি এবং আজ সকালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৬টি বগি তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, তারা (ছাত্রলীগ) ৩৭টি বগি বরাদ্দ চেয়েছিল। অনলাইনে আগেই টিকিট বিক্রি হয়ে যাওয়ায় তাদের চাহিদামতো বগি বরাদ্দ দেওয়া যায়নি। অতিরিক্ত বগি সংযোজন করে বরাদ্দ দিতে হয়েছে। তবে এতে যাত্রীদের যেমন সমস্যা হয়নি; তেমনি রেলওয়ে কর্তৃপক্ষও সরকারি ভাড়া পাবে। কোনো সমস্যা নেই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের  জানান, দক্ষিণ জেলার বিভিন্ন ইউনিট থেকে ১ হাজার ৫০০ নেতাকর্মী ঢাকার সমাবেশে যোগ দেবে। এ জন্য তারা বাস ভাড়া করার পাশাপাশি রেল থেকে ৫টি বগি বরাদ্দ চেয়েছিলেন।

তবে তাদেরকে বৃহস্পতিবার রাতের মেইল ট্রেনের চারটি বগি বরাদ্দ দেওয়া হয়েছে। চারটি বগিতে ৫০০-৬০০ নেতাকর্মী যেতে পারবে। বাকিরা বাসে করে যাবে। উত্তর জেলা ছাত্রলীগ, নগর ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েটসহ বিভিন্ন ইউনিট থেকেও ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকার সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।