এবাদত হোসেনের হাঁটুর চোটকে হালকাভাবে দেখা হয়েছিল প্রথম দিকে। ফিজিওর বরাত দিয়ে লেখা হয়েছিল, পুনর্বাসন ও পরিচর্যা করেই খেলায় ফিরতে পারবেন তিনি।

গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তাঁর। একের পর এক এমআরআই করে দেখা গেছে, এবাদতের চোটাক্রান্ত বাঁ হাঁটুর এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা ঠিক করতে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে।

ইংল্যান্ডে হাঁটুর চিকিৎসা খুব ভালো হয় বলে জানায় বিসিবি। এ ছাড়া ভিসা জটিলতায়ও পড়তে হচ্ছে না তাঁকে। কারণ এবাদতের পাসপোর্টে ইংল্যান্ডের চলতি ভিসা রয়েছে।