আজ বৃহস্পতিবার রাজকোটে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দিল্লি জয়ের পর এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা নেয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রাজকোটে জিততে পারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ।
টাইগার সমর্থকরা এখন আশায় বুক বাঁধছেন সিরিজ জয়ের। কিন্তু অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ভাবনা কী? ‘ওরা হয়তো মরিয়া হয়ে আছে (সিরিজে ফিরতে)। আমরাও মরিয়া হয়ে আছি। এটা অনেক বড় একটি সুযোগ আমাদের জন্য। যেহেতু আমরা প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সফরে এসেছি। সিরিজ জিততে পারলে এটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন হয়ে থাকবে।’
এদিকে, রাজকোটে আজ জয়ের জন্য ভারত যে কতটা মরিয়া তা রোহিতের কথাতেই পরিষ্কার, ‘আমি কৌশল নিয়ে বলতে পারব না। তবে এটা বলতে পারি, আমাদের অ্যাপ্রোচটা এবার ভিন্ন হবে। দিল্লিতে খেলেছিলাম পিচের চরিত্র বুঝে। পিচ যেমন আচরণ করছিল সে অনুযায়ী খেলেছিলাম। তবে এখানকার (রাজকোট) পিচ অনেক ভালো। এ কারণে ব্যাটিং-বোলিংয়ে আমাদের ভাবনা হবে ভিন্ন।’
সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘আঁচ করতে পারছি, তারা ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় টি-২০তে আপনি যদি উইকেট থেকে সহায়তা নিতে পারেন এবং সে অনুযায়ী ফিল্ডিং সাজাতে পারেন তাহলে সুযোগ থাকবে ভালো করার। টি-২০তে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমরাও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমাদের অ্যাপ্রোচ বাংলাদেশকে জেতানো।’
রাজকোটে আজ দুই দলই জয়ের হুঙ্কার দিলেও ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সাইক্লোন মাহা’র প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here