জনতার ডেস্কঃ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ‘সেরা নেতৃত্ব দানে সক্ষম’ শীর্ষক এক বৈঠকী সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের উদ্যোগে অনলাইন প্লাটফর্ম জুমে এ বৈঠকী সভা অনুষ্ঠিত হয়।

বিভাগের প্রাক্তন সভাপতি জুয়েল দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক সানাউল্লা হাসান এবং আজিজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত কুমার শীল।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে সক্ষমতা বাড়াবে এবং ভবিষ্যতে সঠিক নেতৃত্ব দানে ভূমিকা রাখবে। রাষ্ট্র-সমাজ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি গণতান্ত্রিক সমাজে সংবাদ মাধ্যম অনেক বড় সহায়ক শক্তি। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে তো বটেই, আমাদের মতো উন্নয়নশীল অনেক দেশেও সংবাদমাধ্যম এখন অনেক বিস্তৃত-সমৃদ্ধ। এর পরিসর বৃদ্ধির ফলে সাংবাদিকদের কাজের পরিধিও বেড়েছে এবং সাংবাদিকতায় যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা।