জনতার ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে শুরু হয়েছে, করোনা টিকাদান কর্মসূচি। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে, টিকা নেন, বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি ইনায়েতুর রহিম।

তারা বলেন, ধীরে ধীরে টিকা নিয়ে মানুষের ভীতি কেটে যাবে। এই কেন্দ্রে টিকা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আব্দুস সামাদ। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভার্চুয়ালি সারা দেশের ১ হাজার ৫টি হাসপাতালে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন তিনি। ভ্যাকসিনের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন, সাড়ে ৩ লাখ মানুষ। যারা অন-স্পট রেজিস্ট্রেশন করবেন, তাদের টিকা প্রাপ্তির সময় পরে জানানো হবে।

আরো পড়ুনঃ রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান রাসেল আর নেই