সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামীকাল

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর)।এদিন সংসদের বৈঠক শুরু হবে বিকাল সোয়া ৪টায়। এর আগে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশন কতদিন চলবে ও প্যানেল স্পিকারও মনোনয়ন নির্ধারণ হবে। সেই সাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ

গত ১৮ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশন সাংবিধানিক বাধ্যবাধকতায় দুই সপ্তাহের মতো চলতে পারে। একটি অধিবেশন শেষ হওয়ার পর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশনের
সংসদ সূত্রে জানা গেছে, পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে এ অধিবেশনে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিল-২০১৯। এছাড়া আসতে পারে আরো নতুন বিল।
প্রসঙ্গত, বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন গত ৮ সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হয়গত ১২ সেপ্টেম্বর। সংসদের সবচেয়ে স্বল্পকালীন চার কার্যদিবসের অধিবেশন ছিল এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here